Wellcome to National Portal
উপজেলা সমবায় কার্যালয়, বিলাইছড়ি এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম 
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে উপজেলা সমবায় অফিস, বিলাইছড়ি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন সমবায় অধিদপ্তরের নিয়ন্ত্রিত উপজেলা পর্যায়ের কার্যালয়।

সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন প্রচেষ্টা বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন সমবায় অধিদপ্তর একটি অন্যতম সরকারি দপ্তর। এ অধিদপ্তরের বিদ্যমান জনবল সংখ্যা ৪৯৭৫ জন। সমবায় অধিদপ্তরের প্রধান হলেন নিবন্ধক ও মহাপরিচালক। সাংগঠনিক কাঠামো অনুযায়ী উপজেলা পর্যায় পর্যন্ত সমবায় অধিদপ্তরের অফিস বিদ্যমান। সমবায় ভিত্তিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমবায় আইন ও বিধি মোতাবেক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা আছে।  ফলে সেবা প্রত্যাশী জনগণ সমবায় ভিত্তিক যে কোন সেবা স্থানীয়ভাবে পেতে পারে। মাঠ পর্যায়ে সেবা প্রদানের জন্য বিভাগীয় পর্যায়ে যুগ্ম নিবন্ধক, জেলা পর্যায়ে জেলা সমবায় কর্মকর্তার দপ্তর এবং উপজেলা পর্যায়ে উপজেলা সমবায় কর্মকর্তার দপ্তর রয়েছে। রয়েছে। সমবায় অধিদপ্তরের বিদ্যমান সেবাসমূহকে চারটি ভাগে ভাগ করা যায় যথা বিধিবদ্ধ, আধা বিচারিক (সেমি জুডিশিয়াল) উন্নয়নমূলক এবং প্রমোশনাল। বিধিবদ্ধ সেবার আওতায় রয়েছেসমিতির নিবন্ধন, পরিদর্শণ, নিরীক্ষা, বার্ষিক হিসাব, প্রয়োজনে অকার্যকর সমিতির অবসায়ন। সমবায় সমিতির কার্যক্রমে উদ্বুদ্ধকরণ, বিরোধ নিষ্পত্তি, আধা-বিচারিক সমবায় অধিদপ্তরের সেবার মধ্যে অন্তর্ভূক্ত।অন্যদিকে সমবায় সমিতির ব্যবস্থাপনা, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান, সেবা ও অর্থায়নের ব্যবস্থা করা হলো উন্নয়নমূলক কর্মকান্ড।